ঢাকা, রবিবার, ১২ শ্রাবণ ১৪৩২, ২৭ জুলাই ২০২৫, ০১ সফর ১৪৪৭

জাতীয়

পটুয়াখালীতে ১২০ কেজি জাটকা জব্দ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:১৮, নভেম্বর ১৩, ২০২১
পটুয়াখালীতে ১২০ কেজি জাটকা জব্দ জব্দকৃত জাটকা।

পটুয়াখালী: পটুয়াখালীতে অভিযান চালিয়ে ১২০ কেজি জাটকা জব্দ করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব-০৮) সদস্যরা।

শনিবার (১৩ নভেম্বর) দুপুরে এতথ্য নিশ্চিত করেছেন পটুয়াখালী র‌্যাব-০৮ এর ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার শহিদুল ইসলাম।

তিনি বলেন, গত রাতে সদর উপজেলার মরিচবুনিয়া ইউনিয়নের পাটুখালী বাসস্ট্যান্ড থেকে এসব ঝাটকা জব্দ করা হয়। পরে সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহিন মাহমুদের উপস্থিতিতে এসব ঝাটকা বিভিন্ন এতিমখানা ও মাদরাসায় বিতরণ করা হয়। তবে এসময় কোনো অসাধু ব্যবসায়ী কিংবা জেলেকে আটক করতে পারেনি র‌্যাব।

তিনি আরও জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এসব জাটকা জব্দ করা হয়। র‌্যাবের জাটকাবিরাধী অভিযান অব্যাহত থাকবে।

বাংলাদেশ সময়: ১৫১৫ ঘণ্টা, নভেম্বর ১৩, ২০২১
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।