ঢাকা, রবিবার, ১৯ শ্রাবণ ১৪৩২, ০৩ আগস্ট ২০২৫, ০৮ সফর ১৪৪৭

জাতীয়

রূপগঞ্জে টেক্সটাইল কারখানায় আগুন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:৪৫, নভেম্বর ৫, ২০২১
রূপগঞ্জে টেক্সটাইল কারখানায় আগুন

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের রূপগঞ্জে একটি টেক্সটাইল কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে। শুক্রবার (৫ নভেম্বর) দুপুরে উপজেলার কাঞ্চন বাজার এলাকায় চাঁদার তৈরি টেক্সটাইল কারখানায় এ আগুনের সূত্রপাত হয়।

প্রত্যক্ষদর্শীরা জানায়, জুমার নামাজের সময় কাঞ্চন বাজারে অবস্থিত তোফায়েল আহাম্মেদের মালিকানাধীন চাঁদার তৈরি টেক্সটাইল কারখানায় হঠাৎ আগুন লেগে যায়। তাৎক্ষণিকভাবে আগুনের লেলিহান শিখা বাজার এলাকায় ছড়িয়ে পড়ে। এ সময় স্থানীয়রা আগুন আগুন করে চিৎকার শুরু করে। এক পর্যায়ে আগুন পুরো কারখানায় ছড়িয়ে পড়ে। পরে খবর পেয়ে কাঞ্চন ও পুর্বাচল ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নেভাতে সক্ষম হয়। ততক্ষণে আগুনে কারখানায় থাকা কাপড়, সুতাসহ আটটি মেশিনারিজ পুড়ে যায়। তবে আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেনি কারখানা কর্তৃপক্ষ।  

এদিকে কাঞ্চন পৌর মেয়র রফিকুল ইসলাম রফিক ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

এ বিষয়ে কাঞ্চন ফায়ার সার্ভিসের ইনচার্জ রফিকুল ইসলাম বলেন, সময় মতো আগুন নেভাতে না পারলে আশপাশের এলাকায় ছড়িয়ে আরও বড় ধরনের ক্ষয়ক্ষতি হতো।

বাংলাদেশ সময়: ১৭৪৩ ঘণ্টা, নভেম্বর ০৫, ২০২১
আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।