ঢাকা, রবিবার, ১৯ শ্রাবণ ১৪৩২, ০৩ আগস্ট ২০২৫, ০৮ সফর ১৪৪৭

জাতীয়

কক্সবাজারে বঙ্গবন্ধু জাতীয় সার্ফিং শুরু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:২৫, নভেম্বর ৫, ২০২১
কক্সবাজারে বঙ্গবন্ধু জাতীয় সার্ফিং শুরু ছবি: বাংলানিউজ

কক্সবাজার: বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজারে শুরু হয়েছে দুই দিনব্যাপী ‘বঙ্গবন্ধু জাতীয় সার্ফিং টুনার্মেন্ট-২০২১। ’

সৈকতের কলাতলী সার্ফিং পয়েন্টে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ সার্ফিং অ্যাসোসিয়েশন (বিএসএ) এ টুনার্মেন্টের আয়োজন করেছে।

শুক্রবার (০৫ নভেম্বর) উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী।

অ্যাসোসিয়েশনের সভাপতি সংসদ সদস্য ও সাবেক মন্ত্রী কাজী ফিরোজ রশীদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের চেয়ারম্যান মো. হান্নান মিয়া, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. মো. আসাদুজ্জামান ও কক্সবাজারের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) মো. আবু সুফিয়ান। অনুষ্ঠান সঞ্চালনা করেন ফেডারেশনের যুগ্ম সম্পাদক মোয়াজ্জেম হোসেন চৌধুরী।

ছবি: বাংলানিউজ

প্রধান অতিথির বক্তব্যে র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী বলেন, সার্ফিং পর্যটনবান্ধব ও নান্দনিক একটি খেলা। এই খেলার প্রসার ঘটলে দেশে পর্যটন শিল্প সম্প্রসারিত হবে।

কাজী ফিরোজ রশীদ বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সার্ফিং ফেডারেশনকে যে জায়গাটি দিয়েছেন, সেই জায়গায় প্রথমবারের মতো সার্ফিং টুনার্মেন্ট অনুষ্ঠিত হতে যাচ্ছে। তাও আবার বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ঘিরে। তাই এটি সার্ফিং ফেডারেশনের জন্য একটি ঐতিহাসিক দিন।

টুনার্মেন্টের এবারের আসরে দেশের ১০৭ জন সার্ফার অংশ নিচ্ছেন। এতে জ্যৈষ্ঠ, নারী ও কনিষ্ঠ এই তিন বিভাগে চ্যাম্পিয়ন, রানার আপ ও তৃতীয় স্থান অধিকারী সার্ফাররা ট্রফি, পদক ও অর্থ পুরস্কার পাবেন।

এদিকে প্রথমবারের মত সার্ফিং ফেডারেশনের এই প্রতিযোগিতায় বিচারকের দায়িত্ব পালন করছেন চার জ্যৈষ্ঠ সার্ফার মো. সাইফুল্লাহ সিফাত, রমজান মিয়া, রাশেদ আলম ও মোহাম্মদ আব্দুল্লাহ। ইতোমধ্যে পাঁচটি জাতীয় টুনার্মেন্টে বিচারকের দায়িত্ব পালন করেছেন সুদূর যুক্তরাষ্ট্র থেকে আগত সার্ফিং দ্য নেশনের (এসটিএন) প্রতিনিধি দলের সদস্যরা।

বাংলাদেশ সময়: ১৭২৫ ঘণ্টা, নভেম্বর ০৫, ২০২১
এসবি/এনএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।