ঢাকা, রবিবার, ১২ শ্রাবণ ১৪৩২, ২৭ জুলাই ২০২৫, ০১ সফর ১৪৪৭

জাতীয়

কুমিল্লায় গাঁজা-ফেনসিডিলসহ আটক ৪

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:৩০, ফেব্রুয়ারি ৮, ২০২১
কুমিল্লায় গাঁজা-ফেনসিডিলসহ আটক ৪

ফেনী: কুমিল্লা সদর দক্ষিণের পদুয়ার বাজার বিশ্বরোড ও বেলতলী এলাকায় অভিযান চালিয়ে ১৮ কেজি গাঁজা, পাঁচ বোতল ফেনসিডিল ও তিনটি মোবাইল ফোনসহ চার মাদককারবারিকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১১)।

সোমবার (৮ ফেব্রুয়ারি) বিকেলে র‌্যাব-১১, সিপিসি-২ এর কোম্পানি অধিনায়ক মেজর তালুকদার নাজমুছ সাকিব বিষয়টি নিশ্চিত করেছে।

এর আগে সকালে তাদের আটক করা হয়।

আটকরা হলেন- চাঁদপুরের কচুয়া উপজেলার জোগিচাপর গ্রামের মৃত আহাম্মদ হোসেনের ছেলে মো. আজগর হোসেন (২৮), নীলফামারীর ডিমলা উপজেলার তাঁতীপাড়া গ্রামের মো. জুলহাস মিয়ার ছেলে মো. শাকিল মিয়া (১৯), বগুড়া সদর উপজেলার উত্তর চেলুপাড়া গ্রামের মৃত সহিতুল্লাহর ছেলে মো. জাহাঙ্গীর আলম (৪৭) ও বগুড়া সদর উপজেলার উত্তর চেলুপাড়া গ্রামের দবির মিয়ার ছেলে মো. খলিলুর রহমান (৪৫)।

র‌্যাব সূত্র জানায়, সকালে পদুয়ার বাজার বিশ্বরোড ও বেলতলী এলাকায় অভিযান চালিয়ে ওই চার মাদককারবারিকে ১৮ কেজি গাঁজা, পাঁচ বোতল ফেনসিডিল ও তিনটি মোবাইল ফোনসহ আটক করা হয়। এ সময় মাদক পরিবহনের কাজে ব্যবহৃত ট্রাকটিও জব্দ করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৯২৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৮, ২০২১
এসএইচডি/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।