ঢাকা, সোমবার, ৬ শ্রাবণ ১৪৩২, ২১ জুলাই ২০২৫, ২৫ মহররম ১৪৪৭

জাতীয়

কুলাউড়ায় ধর্ষণের অভিযোগে যুবক আটক

ডিভিশনাল সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:৩১, জানুয়ারি ৩১, ২০২১
কুলাউড়ায় ধর্ষণের অভিযোগে যুবক আটক

মৌলভীবাজার: মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় কিশোরীকে ধর্ষণের অভিযোগে এক যুবককে আটক করেছে পুলিশ।

রোববার (৩১ জানুয়ারি) তাকে মৌলভীবাজার জেলহাজতে পাঠানো হয়েছে।

কুলাউড়া পুলিশ সূত্র জানায়, শনিবার (৩০ জানুয়ারি) সন্ধ্যায় টিলাগাঁও ইউনিয়নের বাগৃহাল গ্রামে এ ঘটনা ঘটে। পরে রাতেই অভিযুক্ত যুবক জমির মিয়াকে (৩৩) আটক করে পুলিশ।

মামলা সূত্রে জানা যায়, শনিবার সন্ধ্যার দিকে উপজেলার টিলাগাঁও ইউনিয়নের বাগৃহাল গ্রামে কিশোরীকে বাড়িতে একা পেয়ে ধর্ষণ করে প্রতিবেশী জমির মিয়া। এরপর তিনি আত্মগোপনে চলে যান। পরে ধর্ষণের শিকার কিশোরী বিষয়টি তার মাকে জানালে তিনি কুলাউড়া থানায় ধর্ষণ মামলা দায়ের করেন।

মামলার পরপরই জমির মিয়াকে গ্রেফতার করতে কুলাউড়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সাদেক কাওসার দস্তগীর ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিনয় ভূষণ রায়ের নির্দেশনায় উপপরিদর্শক (এসআই) কানাই লাল চক্রবর্তী এবং সহকারী উপপরিদর্শক (এএসআই) আবু আহম্মেদ সুজন বাগৃহাল অভিযান চালিয়ে জমির মিয়াকে গ্রেফতার করেন।

কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিনয় ভূষণ রায় বলেন, কিশোরীর মায়ের দায়ের করা মামলার পরিপ্রেক্ষিতে অভিযুক্ত যুবক জমির মিয়াকে গ্রেফতার করা হয়েছে। তাকে রোববার মৌলভীবাজার জেলহাজতে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৬১৫ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০২১
বিবিবি/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।