ঢাকা, বৃহস্পতিবার, ২ শ্রাবণ ১৪৩২, ১৭ জুলাই ২০২৫, ২১ মহররম ১৪৪৭

জাতীয়

তেঁতুলিয়ায় ট্রাকের ধাক্কায় পথচারীর মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:৫৪, জানুয়ারি ২৮, ২০২১
তেঁতুলিয়ায় ট্রাকের ধাক্কায় পথচারীর মৃত্যু

পঞ্চগড়: পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার শালবাহান ইউনিয়নে ট্রাকের ধাক্কায় উপেন্দ্রনাথ রায় (৫৫) নামে এক পথচারীর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (২৮ জানুয়ারি) বিকেলে শালবাহান ইউনিয়নের মাঝিপাড়া চৌধুরী গঞ্জ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত উপেন্দ্রনাথ রায় একই এলাকার হলনাথ রায়ের ছেলে।

তেঁতুলিয়া ফায়ার সার্ভিস স্টেশনের ফায়ার ফাইটার তৌহিদুল ইসলাম তৌহিদ বাংলানিউজকে জানান, বিকেলে মাঝিপাড়া চৌধুরী গঞ্জ এলাকায় ট্রাকের ধাক্কায় ঘটনাস্থলেই পথচারী উপেন্দ মারা যান। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।  

তিনি আরও বলেন, স্থানীয়রা জানিয়েছেন, উপেন্দ্র মানসিক ভারসাম্যহীন ছিলেন। বেশ কিছুদিন ধরে তিনি স্থানীয়দের বলে বেড়াতেন যে গাড়ির সামনে গিয়ে আত্মহত্যা করবেন।  

এদিকে, তেঁতুলিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল আজম বাংলানিউজকে জানান, ঘটনার পর পর স্থানীয়দের সহযোগিতায় ট্রাকটি জব্দ করা সম্ভব হলেও চালক ও হেলপার পালিয়ে গেছেন।

বাংলাদেশ সময়: ১৭৫১ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০২১
এসআই
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।