ঢাকা, বৃহস্পতিবার, ২ শ্রাবণ ১৪৩২, ১৭ জুলাই ২০২৫, ২১ মহররম ১৪৪৭

জাতীয়

শেখ হাসিনা হাইটেক পার্কের নির্ধারিত জায়গা থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:৪১, জানুয়ারি ২৮, ২০২১
শেখ হাসিনা হাইটেক পার্কের নির্ধারিত জায়গা থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ

মাদারীপুর: মাদারীপুর জেলার শিবচরে ‘শেখ হাসিনা ইনস্টিটিউট অব ফ্রন্টিয়ার টেকনোলজি অ্যান্ড হাইটেক পার্ক’ নির্মাণের জন্য সরকারিভাবে নির্ধারিত জায়গা থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ শুরু করেছে প্রশাসন।  

বৃহস্পতিবার (২৮ জানুয়ারি) বেলা ১১টা থেকে উপজেলার কুতুবপুর ইউনিয়নের বড় কেশবপুর এলাকায় এ অভিযান চালানো হয়।

এর আগে, গত সপ্তাহে সভা করে অবৈধ স্থাপনা সরিয়ে নেওয়ার জন্য সাত দিনের সময় দিয়েছিলো জেলা প্রশাসন। স্থাপনা সরিয়ে না নেওয়ায় জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহবুবুল হকসহ শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা আসাদুজ্জামানের নেতৃত্বে শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিরাজ হোসনসহ শতাধিক পুলিশ ও জনপ্রতিনিধিদের উপস্থিতিতে দিনব্যাপী হাইটেক পার্কের নির্ধারিত স্থান বড় কেশবপুর মৌজায় ৭০.৩৪ একর জমি থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান চালায় প্রশাসন।

শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসাদুজ্জামান বলেন, এখানে একটি শক্তিশালী দালাল চক্র রয়েছে। যারা অন্যের জমিতে চুক্তিভিত্তিক অবৈধভাবে ঘর ও গাছের বাগান তৈরি করেছে। জেলা প্রশাসকের অনুমতিতেই শেখ হাসিনা ইনস্টিটিউট অব ফ্রন্টিয়ার টেকনোলজি অ্যান্ড হাইটেক পার্ক নির্মাণের নির্ধারিত স্থান থেকে অবৈধ যে ঘরগুলো রয়েছে তা আমার উচ্ছেদ করছি।

বাংলাদেশ সময়: ১৬৩৯ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০২১
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।