ঢাকা, মঙ্গলবার, ৩১ আষাঢ় ১৪৩২, ১৫ জুলাই ২০২৫, ১৯ মহররম ১৪৪৭

জাতীয়

সিলেটে ইয়াবাসহ যুবক গ্রেফতার

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:৪৯, জানুয়ারি ২৫, ২০২১
সিলেটে ইয়াবাসহ যুবক গ্রেফতার প্রতীকী ছবি

সিলেট: সিলেটে ইয়াবার চালানসহ জুয়েল আহমদ (৩১) নামে এক যুবককে আটক করা হয়েছে। তার কাছ থেকে জব্দ করা হয়েছে এক হাজার ৮৬০ পিস ইয়াবা।

সোমবার (২৫ জানুয়ারি) ভোরে গোপন সংবাদের ভিত্তিতে নগরের পূর্ব জিন্দাবাজার থেকে আটক করে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব-৯) একটি দল।

আটক জুয়েল সিলেট সদর উপজেলার বিআইডিসি সংলগ্ন বহর এলাকার শুকুর আহমদের ছেলে।

র‌্যাব-৯ এর এএসপি (মিডিয়া) উবাইন রাখাইন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন। সোমবার দুপুরে মাদক মামলা দায়ের করে আটক জুয়েলকে কোতোয়ালি মডেল থানায় হস্তান্তর করা হয়। ওই মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৪৪৯ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০২১
এনইউ/এফএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।