ঢাকা, মঙ্গলবার, ৩১ আষাঢ় ১৪৩২, ১৫ জুলাই ২০২৫, ১৯ মহররম ১৪৪৭

জাতীয়

পি কে হালদারের ৩৩ সহযোগীর বিরুদ্ধে ৫ মামলা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:৪০, জানুয়ারি ২৫, ২০২১
পি কে হালদারের ৩৩ সহযোগীর বিরুদ্ধে ৫ মামলা

ঢাকা: অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে পি কে হালদারের ৩৩ সহযোগীর বিরুদ্ধে পাঁচ মামলা করা হয়েছে বলে জানিয়েছেন দুর্নী‌তি দমন কমিশনের (দুদক) সচিব ড. মু আনোয়ার হোসেন হাওলাদার।

সোমবার (২৫ জানুয়ারি) সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ের সামনে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

দুদক সচিব বলেন, রোববার (২৪ জানুয়ারি) পি কে হালদারের দুই সহযোগীকে গ্রেফতার করা হয়েছে। এরপর রোববার একটি এবং সোমবার আরও চারটিসহ মোট পাঁচটি মামলা করা হয়েছে। এসব মামলায় ৩৩ জনকে আসামি করা হয়।

তিনি বলেন, এসব মামলায় বলা হয় ক্ষমতার অপব্যবহার করে বিভিন্ন কোম্পানি থেকে এ সব ব্যক্তি মোট ৩৫০ কোটি ৯৯ লাখ টাকা অবৈধভাবে আত্মসাৎ করেছেন।

** আদালতে পি কে হালদারের দুই সহযোগী

বাংলাদেশ সময়: ১৪৩০ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০২১
এসএমএকে/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।