ঢাকা, সোমবার, ৩০ আষাঢ় ১৪৩২, ১৪ জুলাই ২০২৫, ১৮ মহররম ১৪৪৭

জাতীয়

খাগড়াছড়িতে জেলা উন্নয়ন সমন্বয় সভা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:০১, জানুয়ারি ২৪, ২০২১
খাগড়াছড়িতে জেলা উন্নয়ন সমন্বয় সভা ...

খাগড়াছড়ি: উন্নয়ন অব্যাহত রাখতে এবং জেলাকে পরিকল্পিত ভাবে সাজাতে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের জেলা উন্নয়ন সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।
 
রোববার (২৪ জানুয়ারি) সকালে জেলা পরিষদ সম্মেলন কক্ষে উন্নয়ন সমন্বয় সভায় খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান মংসুই প্রু চৌধুরী অপুর সভাপতিত্বে উপস্থিত ছিলেন- জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা টিটন খীসা, জেলার সিভিল সার্জন নূপুর কান্তি দাশ, অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ মনিরুজ্জামান, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. শানে আলম প্রমুখ।


 
সভায় খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ হস্তান্তরিত বিভাগে সংশ্লিষ্ট দপ্তরে ঊধ্বর্তন কর্মকর্তারা শিক্ষা থেকে শুরু করে কৃষি, মৎস্য ও প্রাণি সম্পদ, ক্রীড়া, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সেবা, ধর্মীয় ও সামাজিক, দরিদ্র জনগোষ্ঠীর সামাজিক নিরাপত্তা, সংস্কৃতি, পর্যটন, রাস্তাঘাট নিরাপদ, আর্থিক ও প্রশাসনিক ব্যবস্থাপনা, সংস্থার সহযোগী উন্নয়ন কার্যক্রম বাস্তাবায়নসহ সকল বিভাগের উন্নয়ন কর্মকাণ্ড নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

বাংলাদেশ সময়: ১৬০১ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০২১
এডি/এইচএডি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।