ঢাকা, মঙ্গলবার, ৩১ আষাঢ় ১৪৩২, ১৫ জুলাই ২০২৫, ১৯ মহররম ১৪৪৭

জাতীয়

মুন্সিগঞ্জে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১:২৮, জানুয়ারি ২৪, ২০২১
মুন্সিগঞ্জে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত  ফাইল ফটো

মুন্সিগঞ্জ: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মুন্সিগঞ্জের গজারিয়া অংশের ভবেরচর কলেজ রোড এলাকায় কাভার্ড ভ্যানের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন।  

এ ঘটনায় কাভার্ডভ্যান চালক আল আমিনসহ গাড়িটি আটক করেছে গজারিয়া হাইওয়ে পুলিশ।

 

শনিবার (২৩ জানুয়ারি) দিবাগত রাত ১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।  
নিহতরা হলেন- ঢাকার জিগাতলা এলাকার মো. নাহিদ উল্লাহ (২৬) ও মহিউদ্দিন পলাশ (২৭)।

গজারিয়া ভবেরচর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. সালাহউদ্দিন জানান, শনিবার রাত ১টার দিকে ঢাকা থেকে রাঙ্গামাটিগামী একটি কাভার্ডভ্যানের সঙ্গে ধাক্কা লাগে একটি মোটরসাইকেলের। এতে ঘটনাস্থলে মারা যায় মোটরসাইকেলের দুই আরোহী। কুয়াশার কারণে এ দুর্ঘটনা ঘটতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা যাচ্ছে।  

ঘাতক কাভার্ডভ্যানটির চালক আল-আমিনকে আটক করা হয়েছে। তবে চালকের সহকারী পালিয়ে গেছে। মরদেহ হাইওয়ে পুলিশের হেফাজতে রয়েছে।  

পরিবার সূত্রে জানা যায়, নিহত নাহিদ মোহাম্মদপুর কেন্দ্রীয় কলেজের মাস্টার্সের শিক্ষার্থী। বন্ধুদের নিয়ে রাঙ্গামাটি যাওয়ার উদ্দেশে বাসা থেকে বের হয়েছিল। তিনটি মোটরসাইকেলে করে তারা ৬ জন রাঙ্গামাটি যাছিল। পথে ভবেরচর এলাকায় দুর্ঘটনা ঘটে।

বাংলাদেশ সময়: ১১২৮ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০২১
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।