ঢাকা, মঙ্গলবার, ৩১ আষাঢ় ১৪৩২, ১৫ জুলাই ২০২৫, ১৯ মহররম ১৪৪৭

জাতীয়

ধামরাইয়ে দুই মাদকবিক্রেতা আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০:২২, জানুয়ারি ২৪, ২০২১
ধামরাইয়ে দুই মাদকবিক্রেতা আটক আটক ব্যক্তিরা

মানিকগঞ্জ: ঢাকা জেলার ধামরাই উপজেলার ললিত নগর এলাকা থেকে মিজানুর রহমান ও বায়েজীদ নামে দুই মাদকবিক্রেতাকে ৭০ পিস ইয়াবাসহ আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৪) সদস্যরা।

রোববার (২৪ জানুয়ারি) সকাল ৮টার দিকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন মানিকগঞ্জ অঞ্চলের কোম্পানি কমান্ডার সিনিয়র এএসপি অনু মং।

 

আটক ব্যক্তিরা হলেন- ধামরাই উপজেলার শাহ বেলীশ্বর এলাকার লোকমান হোসেনের ছেলে মিজানুর রহমান এবং সাটুরিয়া উপজেলার ধানকোড়া এলাকার বাচ্চু মাস্টারের ছেলে বায়েজীদ দেওয়ান।

সিনিয়র এএসপি অনু মং বাংলানিউজকে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে দুই মাদকবিক্রেতাকে শনিবার মধ্য রাতে ৭০ পিস ইয়াবা ট্যাবলেটসহ আটক করা হয়। তারা দীর্ঘদিন ধরে মাদক বিক্রয়ের সঙ্গে জড়িত ছিলো। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের হবে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১০২০ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০২১
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।