ঢাকা, মঙ্গলবার, ৩১ আষাঢ় ১৪৩২, ১৫ জুলাই ২০২৫, ১৯ মহররম ১৪৪৭

জাতীয়

কমলাপুরে গার্মেন্ট কারখানার আগুন নিয়ন্ত্রণে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯:১৬, জানুয়ারি ২৪, ২০২১
কমলাপুরে গার্মেন্ট কারখানার আগুন নিয়ন্ত্রণে ফাইল ফটো

ঢাকা: রাজধানীর কমলাপুর বিআরটিসি বাস টার্মিনালের কাছে একটি পোশাক কারখানায় লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে।

রোববার (২৪ জানুয়ারি) সকাল ৯টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

এর আগে সকাল সাড়ে ৭টার দিকে অলি গার্মেন্ট নামে ওই পোশাক কারখানার ৬ তলায় আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে।  

ফায়ার সার্ভিস সদর দফতরের দায়িত্বরত কর্মকর্তা কামরুল হাসান জানান, কমলাপুরের গার্মেন্টসে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের ১০টি ইউনিটের প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় সকাল ৯টায় আগুন নিয়ন্ত্রণে আসে। তবে প্রাথমিকভাবে অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেনি ফায়ার সার্ভিস।

** কমলাপুরে গার্মেন্ট কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ১০ ইউনিট

বাংলাদেশ সময়: ০৯১৩ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০২১

পিএম/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।