ঢাকা, শুক্রবার, ১৯ আষাঢ় ১৪৩২, ০৪ জুলাই ২০২৫, ০৮ মহররম ১৪৪৭

জাতীয়

সাভারে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

সাভার করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:০৯, ডিসেম্বর ১৮, ২০২০
সাভারে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু প্রতীকী ছবি

সাভার (ঢাকা): সাভারের বিরুলিয়ায় পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (১৮ ডিসেম্বর) বিকেলে বিরুলিয়ার আবাসিক প্রকল্প এলাকার মাহবুবুরের পুকুর থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।

 

নিহতরা হলো- বিরুলিয়ার আবাসন এলাকার সানাউল্লাহর ছেলে হাবিব (১০) ও একই এলাকার রহুল আমিনের ছেলে ইব্রাহিম (১২)।

বিরুলিয়া আবাসন প্রকল্পের সভাপতি খোকন বাংলানিউজকে জানান, দুপুরে মাহবুবুর রহমানের ঘেরা দেওয়া পুকুরের পাশে খেলতে গিয়ে পানিতে পড়ে যায় হাবিব ও ইব্রাহিম। অনেকক্ষণ পরে শিশুদের না পেয়ে খোঁজাখুজি করতে থাকে পরিবারের লোকজন। একপর্যায়ে তাদের পুকুরে ভাসতে দেখেন স্থানীয়রা। এসময় শিশুদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেওয়া হলে দায়িত্বরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করে সাভার মডেল থানার পরিদর্শক (ওসি) এ এফ এম সায়েদ বাংলানিউজকে বলেন, বিষয়টি জানার পরপরই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। মৃত্যুর বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

বাংলাদেশ সময়: ১৯০৬ ঘণ্টা, ডিসেম্বর ১৮, ২০২০
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ