ঢাকা, রবিবার, ২৯ আষাঢ় ১৪৩২, ১৩ জুলাই ২০২৫, ১৭ মহররম ১৪৪৭

জাতীয়

সিনিয়র সচিব হলেন মাকছুদুর রহমান পাটওয়ারী

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:৫১, ডিসেম্বর ১০, ২০২০
সিনিয়র সচিব হলেন মাকছুদুর রহমান পাটওয়ারী মো. মাকছুদুর রহমান পাটওয়ারী

ঢাকা: ভূমি মন্ত্রণালয়ের সচিব মো. মাকছুদুর রহমান পাটওয়ারী পদোন্নতি পেয়ে সিনিয়র সচিব হয়েছেন। বৃহস্পতিবার (১০ ডিসেম্বর) তাকে পদোন্নতি দিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় আদেশ জারি করে।

এর আগে ভূমি মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব হিসেবে দায়িত্ব পালনকালে ২০১৯ সালের ২৬ মে ভূমি সচিব হিসেবে নিয়োগ পান মাকছুদুর রহমান।

১৯৮৫ ব্যাচের প্রশাসন ক্যাডারের এ কর্মকর্তা ২০১৮ সালের ৩০ অক্টোবর ভারপ্রাপ্ত সচিব হিসেবে ভূমি মন্ত্রণালয়ের যোগদান করেন।

এর আগে মন্ত্রিপরিষদ বিভাগ ও সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ে অতিরিক্ত সচিব, জাতীয় জাদুঘরের মহাপরিচালক, টাঙ্গাইলের জেলা প্রশাসকসহ প্রশাসনের বিভিন্ন ক্ষেত্রে কাজ করেছেন পাটওয়ারী।

বাংলাদেশ সময়: ১৭৪৯ ঘণ্টা, ডিসেম্বর ১০, ২০২০
এমআইএইচ/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।