ঢাকা, রবিবার, ২৯ আষাঢ় ১৪৩২, ১৩ জুলাই ২০২৫, ১৭ মহররম ১৪৪৭

জাতীয়

টঙ্গীতে ট্রেনের ধাক্কায় বৃদ্ধা নিহত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:১৭, ডিসেম্বর ৯, ২০২০
টঙ্গীতে ট্রেনের ধাক্কায় বৃদ্ধা নিহত

গাজীপুর: গাজীপুরের টঙ্গীর বউ বাজার এলাকায় ট্রেনের ধাক্কায় রাবেয়া ইসলাম (৭০) নামে এক বৃদ্ধা নিহত হয়েছে।

বুধবার (৯ ডিসেম্বর) দুপুরে রেলওয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে।

নিহত রাবেয়া মুন্সীগঞ্জের লৌহজং থানার কুড়হাটি এলাকার বাসিন্দা।

টঙ্গী রেলওয়ে পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) নূর মোহাম্মদ খান বাংলানিউজকে জানান, টঙ্গীর বউ বাজার এলাকায় বাসা ভাড়া থাকতো ওই বৃদ্ধা। সকাল ১০টার দিকে রেললাইনের পাশ দিয়ে হাঁটাহাটি করতেছিল তিনি। একপর্যায়ে একটি ট্রেনের ধাক্কায় মাথায় আঘাতপ্রাপ্ত হয়ে রাবেয়া মারা যান। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করেছে। পরে নিহতের পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে বিনা ময়নাতদন্তে মরদেহ হস্তান্তর করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৬১৩ ঘণ্টা, ডিসেম্বর ০৯, ২০২০
আরএস/এএটি
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।