ঢাকা, সোমবার, ৩০ আষাঢ় ১৪৩২, ১৪ জুলাই ২০২৫, ১৮ মহররম ১৪৪৭

জাতীয়

নোয়াখালীতে গাঁজাসহ বিক্রেতা গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:১২, ডিসেম্বর ৭, ২০২০
নোয়াখালীতে গাঁজাসহ বিক্রেতা গ্রেফতার গাঁজাসহ আটক আতিক উল্যাহ

নোয়াখালী: নোয়াখালী পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড কালিতারা মহব্বতপুর এলাকা থেকে এক কেজি গাঁজাসহ আতিক উল্যাহ (৫৫) নামে এক মাদকবিক্রেতাকে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (০৭ ডিসেম্বর) দুপুরে আদালতের মাধ্যমে তাকে জেলা কারাগারে পাঠানো হয়েছে।

 

গ্রেফতার আতিক ওই এলাকার বাসিন্দা।  

নোয়াখালী শহরের সোনাপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর রফিকুল ইসলাম বাংলানিউজকে বিষয়টি জানান।  

তিনি জানান, গোপন তথ্যের ভিত্তিতে রোববার (০৬ ডিসেম্বর) দিনগত রাতে কালিতারা মহব্বতপুর এলাকায় নিজ বাড়ি থেকে মাদকবিক্রেতা আতিককে গ্রেফতার করা হয়। সে সময় তার ঘরে তল্লাশি করে এক কেজি গাঁজা জব্দ করা হয়। আতিকের নামে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।  

বাংলাদেশ সময়: ১৬১০ ঘণ্টা, ডিসেম্বর ০৭, ২০২০
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।