ঢাকা, সোমবার, ৩০ আষাঢ় ১৪৩২, ১৪ জুলাই ২০২৫, ১৮ মহররম ১৪৪৭

জাতীয়

মোরেলগঞ্জে মাদ্রাসা শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:৫৫, ডিসেম্বর ৬, ২০২০
মোরেলগঞ্জে মাদ্রাসা শিক্ষার্থীর মরদেহ উদ্ধার মোরেলগঞ্জে মাদ্রাসা শিক্ষার্থীর মরদেহ উদ্ধার। ছবি: বাংলানিউজ

বাগেরহাট: বাগেরহাটের মোরেলগঞ্জে হাসিবুল শেখ (১০) নামে এক মাদ্রাসা শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়েছে।

রোববার (০৬ ডিসেম্বর) সকালে উপজেলা সদরের নব্বইরশি বাসস্টান্ড সংলগ্ন আলহাজ্ব রহমতিয়া স্মৃতি শিশু সনদ হাফেজি ও কওমি মাদ্রাসার পাশে খোলা জায়গা থেকে হাসিবুলের মরদেহ উদ্ধার করা হয়।

পরিবারের অভিযোগ মাদ্রাসার ভেতরে তাকে হত্যা করে মরদেহ পাশে পরিত্যক্ত জায়গায় ফেলে রাখা হয়েছে।  

ঘটনাস্থল পরিদর্শন শেষে পুলিশ সুপার পঙ্কজ চন্দ্র রায় বাংলানিউজকে বলেন, মাথায় আঘাত করে ও শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে শিশুটিকে। পার্শ্ববর্তী একটি ফাঁকা জায়গায় ফেলে রাখা হয়েছে। হত্যার রহস্য উদঘাটন করতে পুলিশের কয়েকটি টিম কাজ করেছে। শিগগিরই হত্যার রহস্য উন্মোচন করা হবে।

বাংলাদেশ সময়: ২০৫৪ ঘণ্টা, ডিসেম্বর ০৬, ২০২০
কেএআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।