ঢাকা, সোমবার, ৩০ আষাঢ় ১৪৩২, ১৪ জুলাই ২০২৫, ১৮ মহররম ১৪৪৭

জাতীয়

বনানীতে ট্রেনের ধাক্কায় ব্যক্তির মৃত্যু

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:৪৫, ডিসেম্বর ৬, ২০২০
বনানীতে ট্রেনের ধাক্কায় ব্যক্তির মৃত্যু প্রতীকী ছবি

ঢাকা: রাজধানীর বানানীতে ট্রেনের ধাক্কায় জাকির নামে এক ব্যক্তি (৪০) নিহত হয়েছেন।

নিহত ব্যক্তির বাড়ি ভোলা জেলায়।

বিস্তারিত ঠিকানা জানার চেষ্টা করছে পুলিশ।

রোববার (৬ ডিসেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে বানানী রেলস্টেশন থেকে ২০০ গজ উত্তরে রেললাইনে ট্রেনের ধাক্কায় জাকিরের মৃত্যু।

বিমানবন্দর রেলস্টেশন পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরির্দশক (এএসআই) আনোয়ার হোসেন এ তথ্য নিশ্চিত করে জানান, ট্রেনের ধাক্কায় ওই ব্যক্তি মারা যান। তার কাছে একটি মোবাইল ফোন পেয়ে তার নাম জাকির ও বাড়ি ভোলা জেলায়, সেটি জানা যায়। বিস্তারিত আরও জানার চেষ্টা করা হচ্ছে। মরদেহ পুলিশের হেফাজতে আছে।

বাংলাদেশ সময়: ১৩৪৫ ঘণ্টা, ডিসেম্বর ০৬, ২০২০
এজেডএস/এফএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।