ঢাকা, মঙ্গলবার, ৩১ আষাঢ় ১৪৩২, ১৫ জুলাই ২০২৫, ১৯ মহররম ১৪৪৭

জাতীয়

সাতক্ষীরায় দিনমজু‌রের গলাকাটা মর‌দেহ উদ্ধার 

ডি‌স্ট্রিক্ট ক‌রেসপ‌ন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩:৩৪, ডিসেম্বর ৬, ২০২০
সাতক্ষীরায় দিনমজু‌রের গলাকাটা মর‌দেহ উদ্ধার 

সাতক্ষীরা: সাতক্ষীরায় আব্দুল আজিজ মোল্যা (৫০) নামে এক দিনমজুরের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (৫ ডিসেম্বর) দিনগত রাত ১০টার দিকে সাতক্ষীরা সদর উপজেলার ব্রাহ্মরাজপুর ইউনিয়নের মোল্যাপাড়া গ্রাম থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত আব্দুল আজিজ মোল্যা ওই গ্রামের মরহুম এনায়েত মোল্যার ছেলে। তার স্ত্রী, দুই ছেলে ও এক মেয়ে রয়েছে।  

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান জানান, আব্দুল আজিজের বাড়ির পাশে একটি বাগানে তার গলাকাটা মরদেহ পড়ে থাকতে দেখে এলাকাবাসী পু‌লিশ‌কে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে। ঘটনার সঙ্গে জড়িতদের খুঁজে বের করতে পুলিশ কাজ করছে।

বাংলাদেশ সময়: ০৩৩৫ ঘণ্টা, ডিসেম্বর ০৬, ২০২০
এমআরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।