ঢাকা, বৃহস্পতিবার, ২ শ্রাবণ ১৪৩২, ১৭ জুলাই ২০২৫, ২১ মহররম ১৪৪৭

জাতীয়

মার্কিন দূতাবাসের ওয়্যারহাউজে একটি ব্যাগ ঘিরে তল্লাশি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:৫০, ডিসেম্বর ২, ২০২০
মার্কিন দূতাবাসের ওয়্যারহাউজে একটি ব্যাগ ঘিরে তল্লাশি

ঢাকা: ঢাকাস্থ মার্কিন দূতাবাসের ওয়্যার হাউজের পাশে পড়ে থাকা একটি ব্যাগ ঘিরে তল্লাশি চালাচ্ছে পুলিশ।

বুধবার (২ ডিসেম্বর) সন্ধ্যায় ওই ব্যাগটি পড়ে থাকার খবর পেয়ে ঘটনাস্থলে যান পুলিশের সদস্যরা।

পরে পুলিশের বোম্ব ডিসপোজাল ইউনিট ব্যাগটি তল্লাশি করে।

ডিএমপির ডিপ্লোম্যাটিক বিভাগের উপ-কমিশনার (ডিসি) আশরাফুল ইসলাম জানান, একটি ব্যাগ পড়ে থাকতে দেখে বোম্ব ডিসপোজাল ইউনিট ব্যাগটি তল্লাশি করে। পরে ব্যাগে কালো স্কচটেপে মোড়ানো একটি কৌটাসদৃশ বস্তু পাওয়া গেছে। এটি কী আমরা দেখছি, বোম্ব ডিসপোজাল ইউনিট কাজ করছে।

জানা গেছে, দুই যুবক ব্যাগটি রেখে গেছে। সিসিটিভি ফুটেজ যাচাই করে তাদের শনাক্ত করার কাজ শুরু করেছে পুলিশ।

বাংলাদেশ সময়: ১৮৪৯ ঘণ্টা, ডিসেম্বর ০২, ২০২০
পিএম/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।