ঢাকা, শনিবার, ৪ শ্রাবণ ১৪৩২, ১৯ জুলাই ২০২৫, ২৩ মহররম ১৪৪৭

জাতীয়

বঙ্গবন্ধুর সমাধিতে ঢাকা দক্ষিণ আ’লীগের নবগঠিত কমিটির শ্রদ্ধা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:০৫, ডিসেম্বর ১, ২০২০
বঙ্গবন্ধুর সমাধিতে ঢাকা দক্ষিণ আ’লীগের নবগঠিত কমিটির শ্রদ্ধা ছবি: বাংলানিউজ

গোপালগঞ্জ: গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের নবগঠিত পূর্ণাঙ্গ কমিটির নেতারা।

মঙ্গলবার (০১ ডিসেম্বর) দুপুরে সংগঠনটির সভাপতি আবু আহম্মেদ মান্নাফির নেতৃত্বে  নেতারা বঙ্গবন্ধুর সমাধি সৌধের বেদীতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।


 
পরে ’৭৫ এর ১৫ আগস্ট বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত করেন তারা।
 
এ সময় সংগঠনের সহ-সভাপতি নুরুল আমীন রহুল, শহীদ সেরনিয়াবাদ, যুগ্ম সাধারণ সম্পাদক মোর্শেদ কামাল, মিরাজ হোসেন, দপ্তর সম্পাদক মো. রিয়াজ উদ্দিন, সহ-দপ্তর সম্পাদক আরিফুর রহমান রাসেলসহ অন্য নেতারা উপস্থিত ছিলেন।  

পরে সভাপতি আবু আহম্মেদ মান্নাফির সভাপতিত্বে বঙ্গবন্ধু ভবনে নবগঠিত পূর্ণাঙ্গ কমিটি প্রথম সভা অনুষ্ঠিত হয়। অসুস্থ থাকায় সংগঠনের সাধারণ সম্পাদক হুমায়ুন কবির এ সব কর্মসূচিতে ভার্চ্যুয়ালি অংশ নেন।  

বাংলাদেশ সময়: ১৭০০ ঘণ্টা, ডিসেম্বর ০১, ২০২০
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।