ঢাকা, শনিবার, ৪ শ্রাবণ ১৪৩২, ১৯ জুলাই ২০২৫, ২৩ মহররম ১৪৪৭

জাতীয়

বাড্ডায় দুইশ বোতল ফেনসিডিলসহ গ্রেফতার এক

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:২৩, ডিসেম্বর ১, ২০২০
বাড্ডায় দুইশ বোতল ফেনসিডিলসহ গ্রেফতার এক

ঢাকা: রাজধানীর বাড্ডার হোসেন মার্কেট এলাকায় দুইশত বোতল ফেনসিডিলসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। গ্রেপ্তারকৃত ব্যক্তির নাম হচ্ছে মিনহাজ উদ্দিন লাবলু (৪০)।

মঙ্গলবার (০১ ডিসেম্বর) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ঢাকা মেট্রোপলিটন উত্তরের সহকারী পরিচালক মো. মেহেদী হাসান এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ঢাকা মেট্রো উত্তরের  উপ- পরিদর্শক শেখ মো. সাজ্জাদ হোসেনের নেতৃত্বে একটি টিম আজ ভোর দিকে বাড্ডা হোসেন মার্কেটের এলাকায় অবস্থান নেয়। তখন কিশোরগঞ্জ ভৈরব থেকে একটি যাত্রীবাহী বাসে করে ওই লাবলু একটি নতুন কাপড়ের পোটলা নিয়ে হোসেন মার্কেট এলাকায় নামে। তখন সঙ্গেসঙ্গে তাকে আটক করে কাপড় এর পোটলা খুলে তার ভিতর থেকে দুইশত পিস ফেনসিডিল পাওয়া যায়। এ ব্যাপারে একটি মামলা করা হয়। সেই মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়।

ওই কর্মকর্তা আরো জানান, গ্রেফতারকৃত ব্যক্তি কাপড়ের ব্যবসার নামে ফেনসিডিল ব্যবসা করত। বিস্তারিত জানার চেষ্টা করা হচ্ছে।

বাংলাদেশ সময়: ১৩২২ ঘণ্টা, ডিসেম্বর ০১, ২০২০
এজেডএস/এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ