ঢাকা, রবিবার, ৫ শ্রাবণ ১৪৩২, ২০ জুলাই ২০২৫, ২৪ মহররম ১৪৪৭

জাতীয়

রায়পুরায় ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:৩৮, নভেম্বর ২৯, ২০২০
রায়পুরায়  ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার নির্মল বিশ্বাস

নরসিংদী: নরসিংদীর রায়পুরা উপজেলায় একটি শিশুকে (৫) ধর্ষণের অভিযোগে নির্মল বিশ্বাস (২২) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।  

রোববার (২৯ নভেম্বর) দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

এদিন সকালে ভিকটিমের বাবা বাদী হয়ে রায়পুরা থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন।  

এর আগে, শনিবার (২৮ নভেম্বর) দুপুরে উপজেলার মির্জাপুর ইউনিয়নে ধর্ষণের ঘটনা ঘটে।  

নির্মল ওই ইউনিয়নের কুকুরমারা গ্রামের প্রমোদ বিশ্বাসের ছেলে। তিনি পেশায় কৃষক।  

মামলা সূত্রে জানা যায়, শনিবার দুপুরে ভুক্তভোগী ওই শিশু নিজ বাড়ির পেছনে অন্য শিশুদের সঙ্গে খেলা করছিল। সে সময় জলপাইয়ের লোভ দেখিয়ে শিশুটিকে সেখানে থেকে ডেকে একটি বাগানে নিয়ে যান প্রতিবেশী নির্মল। এরপর কুকুরমারা শ্মশান সংলগ্ন কাঠবাগানে নিয়ে ধর্ষণ করে পালিয়ে যায় নির্মল। পরে ওই শিশুটি বিষয়টি তার পরিবারকে জানালে তারা থানায় খবর দেন। পরে রাতেই অভিযুক্ত নির্মলকে গ্রেফতার করা হয়।

রায়পুরা থানার উপ-পরিদর্শক (এসআই) দেব দুলাল দে বাংলানিউজকে জানান, ডাক্তারি পরীক্ষার জন্য শিশুটিকে হাসপাতালে পাঠানো হয়েছে। গ্রেফতার অভিযুক্ত নির্মলকে রোববার দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ২১৩৫ ঘণ্টা, নভেম্বর ২৯, ২০২০
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ