ঢাকা, রবিবার, ৫ শ্রাবণ ১৪৩২, ২০ জুলাই ২০২৫, ২৪ মহররম ১৪৪৭

জাতীয়

গাজীপুরে ধর্ষণের অভিযোগে দুলাভাই আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:১৩, নভেম্বর ২৯, ২০২০
গাজীপুরে ধর্ষণের অভিযোগে দুলাভাই আটক

গাজীপুর: গাজীপুর সিটি করপোরেশনের বাসন এলাকায় শ্যালিকাকে ধর্ষণের অভিযোগে আলী আকবর (৩৫) নামে যুবককে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

আলী আকবর ময়মনসিংহের ত্রিশাল থানার মুখ্যপুর এলাকার মৃত জয়নাল আবেদীনের ছেলে।

রোববার (২৯ নভেম্বর) দুপুরে গাজীপুর র‌্যাব-১ এর লেফটেন্যান্ট কমান্ডার আব্দুল্লাহ আল-মামুন সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে জানানো হয়, গাজীপুরের বাসন থানা এলাকায় বাসাভাড়া থেকে আলী আকবর পোশাক কারখানায় কাজ করতেন। গত ৩ মাস আগে তিনি তার শালিকাকে গার্মেন্টসে চাকরি দেওয়ার কথা বলে গাজীপুরে নিয়ে আসেন। পরে তারা বাসন এলাকায় স্বামী-স্ত্রী পরিচয়ে বাসা ভাড়া নেয়। এক পর্যায়ে ভিকটিমকে (শালিকা) হুমকি দিয়ে দিনের পর দিন ধর্ষণ করে আলী আকবর। এ ঘটনা ভিকটিম গাজীপুরে র‌্যাব-১ কার্যালয়ে লিখিত অভিযোগ করেন। অভিযোগের পরিপ্রেক্ষিতে শনিবার (২৮ নভেম্বর) রাতে বাসন এলাকায় অভিযান চালিয়ে আলী আকবরকে আটক করে র‌্যাব।

বাংলাদেশ সময়: ১৬৫৫ ঘণ্টা, নভেম্বর ২৯, ২০২০
আরএস/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ