ঢাকা, রবিবার, ৫ শ্রাবণ ১৪৩২, ২০ জুলাই ২০২৫, ২৪ মহররম ১৪৪৭

জাতীয়

ঝগড়া থামাতে গিয়ে ট্রাকচাপায় তৃতীয় লিঙ্গের এক ব্যক্তির মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০:৫৭, নভেম্বর ২৯, ২০২০
ঝগড়া থামাতে গিয়ে ট্রাকচাপায় তৃতীয় লিঙ্গের এক ব্যক্তির মৃত্যু নিহতের মরদেহ, ছবি: বাংলানিউজ

মৌলভীবাজার: রাস্তায় দু’জনের ঝগড়া থামাতে গিয়ে ট্রাকের নিচে চাপা পড়ে মারা গেছেন অঞ্জনা (৩৫) নামে তৃতীয় লিঙ্গের (হিজরা)।  

শনিবার (২৮ নভেম্বর) রাতে মৌলভীবাজারের চাঁদনীঘাট ব্রিজের কাছে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাতে অঞ্জনাসহ আরও দুইজন রাস্তার পাশেই এক পথচারীর সাথে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন। একপর্যায়ে তার সঙ্গীদের সঙ্গে ওই পথচারীর ধস্তাধস্তি শুরু হয়। এসময় তাদের থামাতে গিয়ে ধাক্কা খেয়ে চলন্ত ট্রাকের নিচে পড়ে যান তিনি। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

রোববার (২৯ নভেম্বর) মৌলভীবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়াছিনুল হক বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ট্রাকচাপায় তার মৃত্যু হয়েছে। খবর পেয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১০৫৫ ঘণ্টা, নভেম্বর ২৯, ২০২০
বিবিবি/এসআই
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।