ঢাকা, রবিবার, ৫ শ্রাবণ ১৪৩২, ২০ জুলাই ২০২৫, ২৪ মহররম ১৪৪৭

জাতীয়

পুলিশের নাম ভাঙিয়ে টাকা আদায়, যুবক আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:১৮, নভেম্বর ২৮, ২০২০
পুলিশের নাম ভাঙিয়ে টাকা আদায়, যুবক আটক আটক যুবক

নারায়ণগঞ্জ: পুলিশ ক্লিয়ারেন্স এনে দেওয়ার জন্য পুলিশের নাম ভাঙিয়ে টাকা আদায় করার অভিযোগে এক যুবককে আটক করেছে পুলিশ।

শনিবার (২৮ নভেম্বর) নারায়ণগঞ্জের আড়াইহাজার বাজার থেকে তাকে আটক করা হয়।

আটক রমজান (২৫) উপজেলার সদর পৌর সভার আব্দুল্লাহপুর গ্রামের আব্দুল আউয়ালের ছেলে এবং পিংকি সুপার মার্কেটের কম্পিউটার ব্যবসায়ী।

আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম জানান, আটক রমজানের বিরুদ্ধে পুলিশের নাম ভাঙিয়ে টাকা নেওয়ার অভিযোগে থানায় মামলা দায়ের হয়েছে।

বাংলাদেশ সময়: ১৬১২ ঘণ্টা, নভেম্বর ২৮, ২০২০
এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।