ঢাকা, রবিবার, ৫ শ্রাবণ ১৪৩২, ২০ জুলাই ২০২৫, ২৪ মহররম ১৪৪৭

জাতীয়

ফেনীতে ৪৮ বোতল বিদেশি মদসহ যুবক আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:০৩, নভেম্বর ২৮, ২০২০
ফেনীতে ৪৮ বোতল বিদেশি মদসহ যুবক আটক ...

ফেনী: ফেনীতে অভিযান চালিয়ে ৪৮ বোতল বিদেশি মদসহ হাছান তৈমুর মাসুম (৩৯) নামের এক যুবককে আটক করেছে র‌্যাব-০৭ ফেনী ক্যাম্পের সদস্যরা।

শনিবার (২৮ নভেম্বর) ভোরের দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর খায়ের সরমা অ্যান্ড কাবাব হাউসের সামনে থেকে মাদক বিক্রির সময় তাকে আটক করে।

 

র‌্যাব-০৭ ফেনী ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি অধিনায়ক সহকারী পুলিশ সুপার মো. জুনায়েদ জাহেদী বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেন।  

তিনি জানান, র‌্যাব-৭, ফেনী গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে যে, একজন মাদক ব্যবসায়ী ফেনী জেলার ফেনী সদর থানাধীন মহিপালস্থ ঢাকা টু চট্টগ্রামগামী খায়ের সরমা অ্যান্ড কাবাব হাউস এর সামনে মাদক ক্রয়-বিক্রয় করছে। উক্ত সংবাদের ভিত্তিতে র‌্যাবের একটি দল খায়ের সরমা অ্যান্ড কাবাব হাউসের সামনে থেকে ওই ব্যক্তিকে আটক করে।

পরে হাছান তৈমুর মাসুমের কাছ থেকে ৪৮ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য ৩৩ হাজার ৬শ টাকা।   

র‌্যাব জানায়, আটক মাসুম এবং উদ্ধার মালামাল ফেনী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।  

বাংলাদেশ সময়: ১৬০২ ঘণ্টা, নভেম্বর ২৮, ২০২০
এসএইচডি/এইচএডি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।