ঢাকা, রবিবার, ৫ শ্রাবণ ১৪৩২, ২০ জুলাই ২০২৫, ২৪ মহররম ১৪৪৭

জাতীয়

৫ দফা বাস্তবায়নের দাবি নাটোর চিনিকল শ্রমিক-কর্মচারী ও আখচাষিদের

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:৫৭, নভেম্বর ২৮, ২০২০
৫ দফা বাস্তবায়নের দাবি নাটোর চিনিকল শ্রমিক-কর্মচারী ও আখচাষিদের

নাটোর: দেশের চিনিকলসমূহ বন্ধের প্রতিবাদ ও ৫ দফা বাস্তবায়নের দাবিতে নাটোরে চিনিকল এলাকায় বিক্ষোভ ও মানববন্ধন করেছে শ্রমিক কর্মচারী ও আখচাষিরা।

শনিবার (২৮ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে নাটোর চিনিকলের গেইটে শ্রমিক কর্মচারী ও আখচাষিরা সমবেত হয়ে এ মানববন্ধন করে।

 

শ্রমিক কর্মচারী ইউনিয়ন ও আখচাষি ফেডারেশনের ব্যানারে এই মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।  

মানববন্ধন চলাকালে বক্তব্য দেন আখচাষি ফেডারেশেনের সহ-সভাপতি মোসলেম উদ্দিন, আব্দুল করিম সরকার, সাধারণ সম্পাদক ময়েজ উদ্দিন, নাটোর চিনিকল শ্রমিক কর্মচারী ইউনিয়ন সভাপতি ফিরোজ রহমান, সাধারণ সম্পাদক মনছুর রহমান, সাংগঠনিক সম্পাদক সাইদুজ্জামান, সাবেক সভাপতি আতাউর রহমান, সাবেক সেক্রেটারি সাইফুল ইসলাম, সুজাউল মতিন, মিজানুর রহমান প্রমুখ।  

বক্তারা দ্রুত সময়ের মধ্যে নাটোর চিনিকলসহ দেশের সব চিনিকল চালুর দাবি জানান।

বাংলাদেশ সময়: ১৫৫০ ঘণ্টা, নভেম্বর ২৮, ২০২০
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।