ঢাকা, রবিবার, ৫ শ্রাবণ ১৪৩২, ২০ জুলাই ২০২৫, ২৪ মহররম ১৪৪৭

জাতীয়

মায়ের উপর অভিমান করে স্কুলছাত্রের আত্মহত্যা

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০:২৯, নভেম্বর ২৮, ২০২০
মায়ের উপর অভিমান করে স্কুলছাত্রের আত্মহত্যা পরশ হোসেন

যশোর: যশোরের মণিরামপুরে মায়ের উপর অভিমানে করে পরশ হোসেন (১২) নামে এক স্কুলছাত্র গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।  

শুক্রবার (২৭ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার সরসকাঠি গ্রামে ঘটনাটি ঘটে।

পরশ ঝিকরগাছা বিএম হাইস্কুলে অষ্টম শ্রেণিতে পড়তো। সে ওই উপজেলার পানিসারা গ্রামের ট্রাকচালক লিটন হোসেনের ছেলে। বাবা-মায়ের সাথে সে মণিরামপুরের সরসকাঠি গ্রামে নানা হায়দার আলীর বাড়িতে থাকতো।

পুলিশ ও স্থানীয়রা জানায়, স্কুলের নির্ধারিত অ্যাসাইনমেন্ট না লেখায় শুক্রবার সকালে মা পাপিয়া খাতুন পরশকে বকাঝকা করেন। এরপর দুপুরের খাবার সেরে নিজঘরে সে ঘুমাতে যায়। সন্ধ্যা হলেও বাইরে বের না হওয়ায় বাড়ির লোকজন দরজা খুলে দেখে, নানির শাড়ি সিলিং ফ্যানে পেঁচিয়ে সে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।  

মণিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, এই ঘটনায় থানায় অপমৃত্যু মামলা দায়ের হচ্ছে।

বাংলাদেশ সময়: ১০৩০ ঘণ্টা, নভেম্বর ২৮, ২০২০
ইউজি/এমকেআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।