ঢাকা, সোমবার, ৫ শ্রাবণ ১৪৩২, ২১ জুলাই ২০২৫, ২৫ মহররম ১৪৪৭

জাতীয়

খুলনার বর্ণমালা স্কুলের পরিচালক মনির গ্রেফতার

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২:৩৯, নভেম্বর ২৭, ২০২০
খুলনার বর্ণমালা স্কুলের পরিচালক মনির গ্রেফতার

খুলনা: ব্যবসায়ী ও বর্ণমালা স্কুলের পরিচালক মনির হোসেনকে (৫২) গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৭ নভেম্বর) সন্ধ্যায় পিকচার প্যালেস মোড় থেকে পুলিশ তাকে গ্রেফতার করে।

খুলনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) আশরাফুল আলম বলেন, বৃহস্পতিবার গুলজান সিটির পরিচালক আবেদ আলী বর্ণমালা স্কুলের পরিচালক মনিরের বিরুদ্ধে খুলনা থানায় মামলা দায়ের করেন।

মামলায় আবেদ আলী উল্লেখ করেন, তার কাছ থেকে জমি দেওয়ার আশ্বাস দিয়ে ২২ লাখ টাকা নেয় মনির। এরপর সে জমিও দেয়নি, সেই সাথে টাকাও ফেরত দেয়নি। ওসি আরও বলেন, শুক্রবার মনিরকে কোর্টে চালান দেওয়া হবে। জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ড আবেদনও করা হবে।

বাংলাদেশ সময়: ০২৩৮ ঘণ্টা, নভেম্বর ২৭, ২০২০
এমআরএম/এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।