ঢাকা, সোমবার, ৫ শ্রাবণ ১৪৩২, ২১ জুলাই ২০২৫, ২৫ মহররম ১৪৪৭

জাতীয়

সৈয়দপুরে ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ-জরিমানা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:৫১, নভেম্বর ২৬, ২০২০
সৈয়দপুরে ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ-জরিমানা প্রতীকী

নীলফামারী: নীলফামারীর সৈয়দপুরে ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে। একই সঙ্গে ৩৬টি প্রতিষ্ঠানকে ৩৯ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত অভিযান চালানো হয়। নেতৃত্ব দেন সৈয়দপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রমিজ আলম।  

এ সময় সৈয়দপুর থানা পুলিশ এ কাজে সহযোগিতা করেন।

জানা যায়, নীলফামারীর বাণিজ্যিক শহর সৈয়দপুরে ব্যবসা প্রতিষ্ঠানগুলো ফুটপাত দখলে নিয়ে  দোকান বানিয়ে ফেলেন এবং মূল দোকানকে গড়ে তোলেন গুদাম ঘর হিসাবে। বার বার এসব ফুটপাত ছেড়ে দেওয়ার জন্য বলা হলেও, দোকানিরা কর্ণপাত না করায় বৃহস্পতিবার এই অভিযান চালানো হয়।

বিষয়টি নিশ্চিত করে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রমিজ আলম বাংলানিউজকে জানান, ফুটপাত দখলমুক্ত রাখতে এ ধরনের উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে।

বাংলাদেশ সময়: ১৯৪৫ ঘণ্টা, নভেম্বর ২৬, ২০২০
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।