ঢাকা, সোমবার, ৫ শ্রাবণ ১৪৩২, ২১ জুলাই ২০২৫, ২৫ মহররম ১৪৪৭

জাতীয়

মেয়র জাহাঙ্গীরের দাফন সম্পন্ন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:০৩, নভেম্বর ২৬, ২০২০
মেয়র জাহাঙ্গীরের দাফন সম্পন্ন

নড়াইল: নড়াইল পৌরসভার মেয়র ও জেলা আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক জাহাঙ্গীর হোসেন বিশ্বাসের দাফন সম্পন্ন হয়েছে।
 
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দুপুরে ভওয়াখালী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে জানাজার নামাজ শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।

 

>>>নড়াইলের মেয়র জাহাঙ্গীর বিশ্বাস আর নেই

এ সময় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এসএম কামাল, নড়াইল-১ আসনের সংসদ সদস্য কবিরুল হক মুক্তি, নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফি বিন মর্তুজা, জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট সোহরাব হোসেন বিশ্বাস, পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সদর উপজেলা চেয়ারম্যান নিজাম উদ্দিন খান নিলুসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ উপস্থিত ছিলেন।  

এর আগে, গত ১৮ নভেম্বর মেয়র জাহাঙ্গীর হোসেন বিশ্বাস ডেঙ্গু জ্বরে আক্রান্ত হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার দুপুরে তিনি মারা যান।

বাংলাদেশ সময়: ১৬৬০ ঘণ্টা, নভেম্বর ২৬, ২০২০
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।