ঢাকা, সোমবার, ৫ শ্রাবণ ১৪৩২, ২১ জুলাই ২০২৫, ২৫ মহররম ১৪৪৭

জাতীয়

গাংনীতে পুলিশি অভিযানে গ্রেফতার ১৪

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:৩৬, নভেম্বর ২৬, ২০২০
গাংনীতে পুলিশি অভিযানে গ্রেফতার ১৪ গ্রেফতার ১৪ জন

মেহেরপুর: মেহেরপুরের গাংনী উপজেলা থেকে বিভিন্ন মামলায় আদালতের পরোয়ানাভুক্ত ১৪ জন আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।  

বুধবার (২৫ নভেম্বর) দিনগত রাত থেকে বৃহস্পতিবার (২৬ নভেম্বর) ভোর পর্যন্ত গাংনীর বিভিন্ন গ্রামে অভিযান চালিয়ে এ তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারদের মধ্যে জিআর মামলায় আটজন ও সিআর মামলায় ছয়জন রয়েছেন।

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওবাইদুর রহমান বাংলানিউজকে জানান, গ্রেফতারদের নামে আদালতে বিভিন্ন বিষয়ে মামলা চলমান। এসব আসামি আইনের চোখ ফাঁকি দিয়ে পলাতক ছিলেন। আদালতের মাধ্যমে পরোয়ানা পেয়ে বুধবার দিনগত রাত থেকে বৃহস্পতিবার ভোর পর্যন্ত অভিযান চালিয়ে ১৪ জনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারদের আদালতের মাধ্যমে মেহেরপুর কারাগারে পাঠানো হয়েছে।  

বাংলাদেশ সময়: ১৪৩২ ঘণ্টা, নভেম্বর ২৬, ২০২০
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।