ঢাকা, সোমবার, ৬ শ্রাবণ ১৪৩২, ২১ জুলাই ২০২৫, ২৫ মহররম ১৪৪৭

জাতীয়

জয়পুরহাটে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:১৪, নভেম্বর ২৫, ২০২০
জয়পুরহাটে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২

জয়পুরহাট: জয়পুরহাটে পৃথক সড়ক দুর্ঘটনায় দু’জন নিহত ও পাঁচজন আহত হয়েছেন।  

বুধবার (২৫ নভেম্বর) জয়পুরহাট সদর উপজেলার পল্লী বিদ্যুৎ এলাকা ও আক্কেলপুর উপজেলার গোপিনাথপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ জানায়, বেলা ১২টার দিকে জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার মোলামগাড়ী থেকে যাত্রী নিয়ে সিএনজি চালিত একটি অটোরিকশা জয়পুরহাট যাচ্ছিল। পথে জয়পুরহাট সদর উপজেলার পল্লী বিদ্যুৎ এলাকায় ট্রাকের চাপায় অটোরিকশার এক যাত্রী নিহত হন। এতে আহত হন আরও পাঁচজন। তাদের জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে তাদের মধ্যে দু’জনকে উন্নত চিকিৎসার জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

এদিকে, সকালে জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার গোপিনাথপুর এলাকায় ক্ষেত থেকে লাউ তুলে বাজারে বিক্রির করতে যাওয়ার সময় ব্যাটারি চালিত অটোরিকশার ধাক্কায় দুখা চাকী নামে একজন নিহত হন। এ সময় আহত হন তার ছেলে সুধা চাকী। তাকেও ওই হাসপাতালে পাঠানো হয়।

বাংলাদেশ সময়: ১৭১২ ঘণ্টা, নভেম্বর ২৫, ২০২০
এসআই
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।