ঢাকা, রবিবার, ১৯ শ্রাবণ ১৪৩২, ০৩ আগস্ট ২০২৫, ০৮ সফর ১৪৪৭

জাতীয়

বান্দরবানে পুলিশ অফিসার্স মেস উদ্বোধন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:৪৫, নভেম্বর ১১, ২০২০
বান্দরবানে পুলিশ অফিসার্স মেস উদ্বোধন

বান্দরবান: সবকিছু সরকারের নজরে রয়েছে। বাংলাদেশের কোথাও কোনো ধরনের সন্ত্রাসী কার্মকাণ্ড এবং রাষ্ট্রবিরোধী কোনো কার্যক্রম বরদাস্ত করা হবে না বলে জানিয়েছেন বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক ড. বেনজীর আহমেদ।

 

তিনি বলেন, দেশের সব মানুষের সর্বোচ্চ নিরাপত্তা, শান্তি ও শৃংখলা রক্ষা করতে বাংলাদেশ পুলিশ কাজ করে যাচ্ছে।
 
বুধবার (১১ নভেম্বর) দুপুরে বান্দরবান সদরের ৪ নম্বর ওয়ার্ডের কলেজ এলাকায় গর্ণপূত অধিদপ্তরের বাস্তবায়নে ৪ কোটি ১৬ লাখ ৪৮ হাজার টাকা ব্যয়ে ৬ তলা বিশিষ্ট পুলিশ অফিসার্স মেস উদ্বোধন শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।  

এসময় ড. বেনজীর আহমেদ ফিতা কেটে নবনির্মিত পুলিশ অফিসার্স মেস উদ্বোধন করেন এবং ভবন পরিদর্শন করেন।  

পুলিশের চট্টগ্রাম রেঞ্জের অতিরিক্ত মহাপরিদর্শক আনোয়ার হোসেন, বান্দরবানের পুলিশ সুপার জেরিন আখতার, অতিরিক্ত পুলিশ সুপার রেজা সরোয়ার, বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম চৌধুরী, বান্দরবান গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী ইঞ্জিনিয়ার জহির উদ্দিন আহমেদসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৪৩৮৯ ঘণ্টা, নভেম্বর ১১, ২০২০
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।