ঢাকা, শুক্রবার, ৭ ভাদ্র ১৪৩২, ২২ আগস্ট ২০২৫, ২৭ সফর ১৪৪৭

জাতীয়

চকবাজারে ৭৮০ বোতল ফেনসিডিলসহ আটক ৪ 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:১১, অক্টোবর ১৫, ২০২০
চকবাজারে ৭৮০ বোতল ফেনসিডিলসহ আটক ৪ 

ঢাকা: রাজধানীর চকবাজার এলাকা থেকে ৭৮০ বোতল ফেনসিডিলসহ চার মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-১০)।

আটকরা হলেন- মো. মিঠুন (২২), মো. আজিজ (৩৮), মো. আজম (৩৭) ও রুহুল আমিন (২০)।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বিকালে র‌্যাব-১০ এর অধিনায়ক (সিও) এডিশন্যাল ডিআইজি মো. কাইমুজ্জামান খান বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার ভোর ৬ টায় র‌্যাব-১০ এর একটি দল রাজধানীর চকবাজার থানার কামালবাগ এলাকায় অভিযান চালায়। অভিযানে ৭৮০ বোতল ফেনসিডিলসহ ৪ মাদক ব্যবসায়ীকে আটক করে। এসময় তাদের কাছ থেকে একটি টি ট্রাক, ছয়টি মোবাইল ও ১৮ হাজার ১০০ টাকা জব্দ করা হয়।

তিনি আরও জানান, আটকরা পেশাদার মাদক ব্যবসায়ী। তারা দীর্ঘদিন ধরে পরস্পর যোগসাজশে ঢাকাসহ আশপাশের এলাকায় মাদকদ্রব্য সরবরাহ করেছিলেন।

এই মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে থানায় মামলায় হয়েছে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৮১১ ঘণ্টা,  অক্টোবর ১৫, ২০২০
এমএমআই/জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।