ঢাকা, রবিবার, ১২ শ্রাবণ ১৪৩২, ২৭ জুলাই ২০২৫, ০১ সফর ১৪৪৭

জাতীয়

শিবচরে অগ্নিকাণ্ডে ৫টি ঘর ভস্মীভূত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯:৪৯, ফেব্রুয়ারি ২০, ২০২০
শিবচরে অগ্নিকাণ্ডে ৫টি ঘর ভস্মীভূত

মাদারীপুর: মাদারীপুর জেলার শিবচরে আগুনে পুড়ে ৫টি ঘর ছাই হয়ে গেছে। এতে প্রায় ৮ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্তরা দাবি করছেন।

বুধবার (১৯ ফেব্রুয়ারি) সন্ধ্যায় উপজেলার বহেরাতলা উত্তর ইউনিয়নের ভেন্নাতলা গ্রামে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।  

আগুনের ঘটনার পর প্রায় দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে তা নিয়ন্ত্রণে আনে শিবচর ফায়ার সার্ভিস।

জানা গেছে, উপজেলার বহেরাতলা ইউনিয়নের ভেন্নাতলা গ্রামে রান্না ঘর থেকে আগুন লেগে বাসিন্দা মাহাবুব খানের দুটি বসত ঘর, ফরহাদ খানের একটি বসতঘর ঘর ও বাবু মাদবরের দুটি ঘর সম্পূর্ণ পুড়ে যায়।

শিবচর ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তা শ্যামল বিশ্বাস জানান, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ফায়ার সার্ভিস পাঠানো হয়। প্রায় দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়।

বাংলাদেশ সময়: ০৪৪৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ২০, ২০২০
জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।