ঢাকা, রবিবার, ১১ শ্রাবণ ১৪৩২, ২৭ জুলাই ২০২৫, ০১ সফর ১৪৪৭

জাতীয়

মালয়েশিয়াগামী ১৭ রোহিঙ্গা আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:১৩, ফেব্রুয়ারি ১৯, ২০২০
মালয়েশিয়াগামী ১৭ রোহিঙ্গা আটক

কক্সবাজার: কক্সবাজারের টেকনাফের বাহারছড়া এলাকা থেকে সাগর পথে অবৈধভাবে মালয়েশিয়া যাওয়ার প্রস্তুতিকালে আবারও ১৭ রোহিঙ্গাকে আটক করেছে পুলিশ। 

মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) দিনগত রাতে টেকনাফের বাহারছড়া বাজার থেকে তাদের আটক করা হয়।

বাহারছড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক লিয়াকত আলী বাংলানিউজকে বলেন, দালালের হাত ধরে সাগর পথে মালয়েশিয়া যাওয়ার জন্য একদল রোহিঙ্গা প্রস্তুতি নিচ্ছে গোপন সূত্রে এমন খবর পেয়ে ওই এলাকায় অভিযান চালানো হয়।

এ সময় ১৭ রোহিঙ্গাকে  আটক করা হয়েছে।  

আটকদের পরিচয় নিশ্চিত করে ক্যাম্পে পাঠানোর প্রস্তুতি চলছে বলে জানান তিনি।  

বাংলাদেশ সময়: ১১০৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮, ২০২০
এসবি/এমএ 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।