ঢাকা, রবিবার, ৪ শ্রাবণ ১৪৩২, ২০ জুলাই ২০২৫, ২৪ মহররম ১৪৪৭

জাতীয়

আলমডাঙ্গায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২:১৯, ফেব্রুয়ারি ১১, ২০২০
আলমডাঙ্গায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় শ্যালো ইঞ্জিন চালিত লাটাহাম্বারের ধাক্কায় সিরাজুল ইসলাম (৫০) নামে মোটরসাইকেলের এক আরোহী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও দুই আরোহী।

সোমবার (১০ ফেব্রুয়ারি) সন্ধ্যায় উপজেলার জগন্নাথপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।  নিহত সিরাজুল ওই এলাকার বাসিন্দা।

তিনি পেশায় একজন কাঁচামাল ব্যবসায়ী ছিলেন।  আহতরা হলেন- একই গ্রামের ইমরান আলী ও আহার আলী।  

স্থানীয়রা জানান, সন্ধ্যায় মোটরসাইকেলে করে সিরাজুলসহ ওই তিনজন আলমডাঙ্গা থেকে বাড়ি দিকে ফিরছিলেন। পথে জগন্নাথপুর জেএস মাধ্যমিক বিদ্যালয়ের অদূরে ব্রিজের কাছে এলে ভাঙা রাস্তার কারণে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারায়। এসময় পেছন থেকে একটি লাটাহাম্বা তাদের মোটরসাইকেলকে চাপা দেয়। এতে গুরুতর আহত হন মোটরসাইকেল আরোহী তিনজন। স্থানীয়রা তাদের উদ্ধার করে আলমডাঙ্গায় একটি ক্লিনিকে নিয়ে গেলে চিকিৎসক সিরাজুলকে মৃত ঘোষণা করেন।

আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) গাজী শামিমুর রহমান বাংলানিউজকে  এ তথ্য নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ২১১৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০২০
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ