ঢাকা, রবিবার, ৪ শ্রাবণ ১৪৩২, ২০ জুলাই ২০২৫, ২৪ মহররম ১৪৪৭

জাতীয়

জঙ্গিবিরোধী কার্যক্রমে বিশ্বে মডেল বাংলাদেশ: আইজিপি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১:০০, ফেব্রুয়ারি ১১, ২০২০
জঙ্গিবিরোধী কার্যক্রমে বিশ্বে মডেল বাংলাদেশ: আইজিপি

পটুয়াখালী: বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল (আইজিপি) মোহাম্মদ জাবেদ পাটোয়ারী বলেছেন ‘জঙ্গিবিরোধী কার্যক্রম নিয়ন্ত্রণে সারাবিশ্বের কাছে মডেল হিসেবে পরিচিত বাংলাদেশ। 

সোমবার (১০ ফেব্রুয়ারি) দুপুরে পটুয়াখালী পুলিশ লাইনসে জেলা পুলিশের নব নির্মিত অস্ত্রাগার ভবনের উদ্বোধন শেষে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বলেছিলেন পুলিশ হবে জনগণের।

আর সেই জনগণের হওয়ার জন্যই সরকারের স্বদিচ্ছা নিয়ে কাজ করছে পুলিশ।

আইজিপি আরও বলেন, মাদক একটি খারাপ নেশা, এটি পরিবার থেকে বোঝাতে হবে। শুধু অভিযান নয়, মানুষকে সচেতন করতে সারাদেশে কাজ করছে পুলিশ। তারা মাদকাসক্তদের স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতেও কাজ করছে। মাদকের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর জিরো টলারেন্স নীতির কারণে মাদক নির্মূল পুলিশের প্রধান কাজ। যুব সমাজকে বাঁচাতে হলে, নতুন প্রজন্মকে বাঁচাতে হলে মাদকমুক্ত করতে হবে। সমাজকে মাদকমুক্ত করতে আরও কঠোর হবে পুলিশ।  

এ সময় তিনি মাদক নির্মূলে পুলিশের অভিযান এবং মাদকসেবী ও মাদককারবারীদের স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে পটুয়াখালী জেলা পুলিশের উদ্যোগের প্রশংসা করেন।

এ সময় বরিশাল রেঞ্জের ডিআইজি মো. শফিকুল ইসলাম, জেলা প্রশাসক মো. মতিউল ইসলাম চৌধুরী, পটুয়াখালীর পুলিশ সুপার মোহাম্মদ মইনুল হাসান, জেলা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা কাজী আলমগীরসহ পুলিশ বিভাগের ঊর্ধ্বতন ও সরকারি দপ্তরের কর্মকর্তা, জেলার রাজনৈতিক নেতা ও জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।  

আইজিপি বিকেলে পটুয়াখালী জেলা পুলিশের বার্ষিক ক্রীড়া অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কুচকাওয়াজে অভিবাদন গ্রহণ এবং পুরস্কার বিতরণ করেন।

বাংলাদেশ সময়: ১৯৫৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০২০
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ