ঢাকা, শনিবার, ৪ শ্রাবণ ১৪৩২, ১৯ জুলাই ২০২৫, ২৩ মহররম ১৪৪৭

জাতীয়

বাগেরহাটে প্রতিপক্ষের হামলায় আহত কলেজছাত্রের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১:৩৩, ফেব্রুয়ারি ১০, ২০২০
বাগেরহাটে প্রতিপক্ষের হামলায় আহত কলেজছাত্রের মৃত্যু

বাগেরহাট: জমি দখল নিয়ে বাগেরহাটের মোরেলগঞ্জে প্রতিপক্ষের হামলায় আহত কলেজছাত্র হাইয়ুম খান (২২) মারা গেছেন। 

রোববার (০৯ ফেব্রুয়ারি) খুলনার গাজী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।  

এর আগে, বুধবার (০৫ ফেব্রুয়ারি) জমি সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় গুরুত্বর আহত হন হাইয়ুম।

পরে তাকে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।  

হাইয়ুম শরণখোলা তাফালবাড়ি গ্রামের ফারুক শেখের ছেলে। তিনি মোরেলগঞ্জ সরকারি এসএম কলেজের ছাত্র ছিলেন।

এদিকে এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে ওই এলাকার এমদাদুল খানের ছেলে রাসেল খানকে (২৫) আটক করেছে পুলিশ।

মোরেলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেএম আজিজুল ইসলাম বাংলানিউজকে বলেন, হাইয়ুমকে মারধরের সঙ্গে জড়িত থাকার অভিযোগে আমরা একজনকে আটক করেছি। তবে এখনও কেউ কোনো অভিযোগ দায়ের করেনি।

বাংলাদেশ সময়: ২০৩১ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৯, ২০২০
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।