ঢাকা, শনিবার, ৪ শ্রাবণ ১৪৩২, ১৯ জুলাই ২০২৫, ২৩ মহররম ১৪৪৭

জাতীয়

কক্সবাজারের এডিসি আশরাফুলের মায়ের ইন্তেকাল

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:০১, ফেব্রুয়ারি ৯, ২০২০
কক্সবাজারের এডিসি আশরাফুলের মায়ের ইন্তেকাল

কক্সবাজার: কক্সবাজার জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক (এডিসি-রাজস্ব) মো. আশরাফুল আফসারের মা শাহানারা বেগম ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজিউন)। তার বয়স হয়েছিল ৬৫ বছর।

রোববার (০৯ ফেব্রুয়ারি) ভোর সাড়ে ৫টার দিকে ঢাকার একটি হাসপাতালে তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে তিনি স্বামী, তিন ছেলে, এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী ও আত্মীয়-স্বজন রেখে গেছেন।

বিকেল ৩টার দিকে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজলার শিবপুরে নিজ বাড়িতে প্রথম জানাজা শেষে রাজধানীর মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থান সংলগ্ন মসজিদে বাদ এশা মরহুমার দ্বিতীয় জানাজা ও দাফন সম্পন্ন করা হবে।  

এদিকে শাহানারা বেগমের মৃত্যুতে গভীর শোক ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন কক্সবাজার জেলা প্রশাসক মো. কামাল হোসেনসহ জেলা প্রশাসন পরিবার।

বাংলাদেশ সময়: ১৫০০ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৯, ২০২০
এসবি/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।