ঢাকা, রবিবার, ৫ শ্রাবণ ১৪৩২, ২০ জুলাই ২০২৫, ২৪ মহররম ১৪৪৭

জাতীয়

খুলনায় স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে যুবক আটক

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:২৮, ফেব্রুয়ারি ৭, ২০২০
খুলনায় স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে যুবক আটক

খুলনা: খুলনার রূপসায় সপ্তম শ্রেণির এক স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে ইমদাদুল মল্লিক (২৪) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।

শুক্রবার (০৭ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে পালেরহাট পুলিশ ফাঁড়ির সদস্যরা ইমদাদুল মল্লিককে আটক করে। তিনি শ্রীফলতলা ইউনিয়নের ইদ্রিস মল্লিকের ছেলে।

রূপসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা জাকির হোসেন জানান, বুধবার রাতে এলাকার বক্কার হুজুরের বাড়ীর পাশ দিয়ে যাওয়ার সময় ওই ছাত্রীকে তুলে পাশ্ববর্তী স্থানে নিয়ে ধর্ষণ করে ইমদাদুল। বৃহস্পতিবার ছাত্রীটির বাবা পালেরহাট পুলিশ ফাঁড়িতে লিখিত অভিযোগ করেন। ইমদাদুল মল্লিক তার মেয়েকে স্কুলে যাওয়ার পথে নিয়মিত উত্ত্যক্ত করত বলেও অভিযোগে বলা হয়। আসামির বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।

ওসি জানান, খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে শুক্রবার ডাক্তারি পরীক্ষা বন্ধ থাকায় তাকে পুলিশ হেফাজতে রাখা হয়েছে।

বাংলাদেশ সময়: ১১২৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৭ , ২০২০
এমআরএম/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ