ঢাকা, রবিবার, ৪ শ্রাবণ ১৪৩২, ২০ জুলাই ২০২৫, ২৪ মহররম ১৪৪৭

জাতীয়

‘ছেলেকে বাঁচাতে গিয়ে ট্রেনের নিচে কাটা পড়লেন মা-ও’ 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:২২, ফেব্রুয়ারি ৩, ২০২০
‘ছেলেকে বাঁচাতে গিয়ে ট্রেনের নিচে কাটা পড়লেন মা-ও’ 

বগুড়া: বগুড়ার কাহালু উপজেলায় ট্রেনে কাটা পড়ে ফেলানী বেগম (৫২) নামের এক নারী ও তার ছেলে রাজ বাবু (২৭) নিহত হয়েছেন।

সোমবার (৩ ফেব্রুয়ারি) দুপুর পৌনে ২টার দিকে কাহালু রেলস্টেশনের কাছে বটতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ফেলনী বেগম ও রাজ বাবু উপজেলার সাগাটিয়া গ্রামের হারেজ উদ্দিনের স্ত্রী ও ছেলে।

 

স্থানীয় সূত্র জানায়, রেলস্টেশনের পাশে ফুটপাতে খাবার বিক্রির দোকান ছিল ফেলানী বেগমের। সোমবার দুপুরে ঢাকাগামী লালমনি এক্সপ্রেস ট্রেনটি কাহালু স্টেশনে পৌছানোর আগে ছেলে রাজ বাবু আত্মহত্যার উদ্দেশ্য ট্রেনের নিচে ঝাঁপ দিতে গেলে ফেলানী তাকে উদ্ধার করতে যান। এসময় মা-ছেলে দুজনই ট্রেনের নিচে কাটা পড়েন।  

কাহালু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়া লতিফুল ইসলাম বাংলানিউজকে জানান, নিহতদের মরদেহ উদ্ধার করে রেলওয়ে পুলিশের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

বাংলাদেশ সময়: ১৫২০ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৩, ২০২০
কেইউএ/এইচজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ