ঢাকা, বৃহস্পতিবার, ২ শ্রাবণ ১৪৩২, ১৭ জুলাই ২০২৫, ২১ মহররম ১৪৪৭

জাতীয়

মোঘাদিয়া এতিমখানায় চীনা কোম্পানির অনুদান

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫:৪০, ফেব্রুয়ারি ৩, ২০২০
মোঘাদিয়া এতিমখানায় চীনা কোম্পানির অনুদান .

ঢাকা: চট্টগ্রামের মিরসরাই উপজেলার মোঘাদিয়া এতিমাখানায় সহায়তা দিয়েছে চীনের চায়না সিভিল ইঞ্জিনিয়ারিং কনস্ট্রাকশন করপোরেশন (সিসিইসিসি) ও চায়না রেলওয়ে কনস্ট্রাকশন করপোরেশন (সিআরসিসি) হারভার জে ভি। এক অনুষ্ঠানের মাধ্যমে এই সহায়তা দেয়া হয়।

রোববার ( ২ ফেব্রুয়ারি) সিসিইসিসি ঢাকা অফিস থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, মোঘাদিয়া এতিমখানায় কম্বল, খেলনা ও অন্যান্য সামগ্রী সহায়তা দেয়া হয়। এ সময় সিসিইসিসির বাংলাদেশের ডেপুটি জেনারেল ম্যানেজার ইয়াং ঝিজুন, মোঘাদিয়া এতিমখানার সুপারিন্টেন্ডেন্ট আমির হোসেন উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে সিসিইসিসির বাংলাদেশের ডেপুটি জেনারেল ম্যানেজার ইয়াং ঝিজুন বলেন, বাংলাদেশের শেকড়ের সঙ্গে সিসিইসিসি গেঁথে আছে। আমরা সামজিক দায়বদ্ধতার পাশাপাশি অবকাঠামো উন্নয়ন, যোগাযোগ খাত উন্নয়নে কাজ করছি।  

এ সময় মোঘাদিয়া এতিমখানার সুপারিন্টেন্ডেন্ট আমির হোসেন বলেন, চীনা বন্ধুরা এতিমখানায় সহায়তা করেছে। আমরা খুব আনন্দিত। চীনারা ভবিষ্যতে আরো সহায়তা করবেন বলে প্রত্যাশা করেন তিনি।

বাংলাদেশ সময়: ০০৪০ ঘণ্টা, ফেব্রুয়ারি ৩ , ২০২০
টিআর/এমএইচএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।