ঢাকা, বৃহস্পতিবার, ২ শ্রাবণ ১৪৩২, ১৭ জুলাই ২০২৫, ২১ মহররম ১৪৪৭

জাতীয়

খাগড়াছড়িতে জাতীয় নিরাপদ খাদ্য দিবস পালিত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১:৩২, ফেব্রুয়ারি ৩, ২০২০
খাগড়াছড়িতে জাতীয় নিরাপদ খাদ্য দিবস পালিত খাগড়াছড়িতে জাতীয় নিরাপদ খাদ্য দিবস উপলক্ষে আলোচনা সভা। ছবি: বাংলানিউজ

খাগড়াছড়ি: ‘সবাই মিলে হাত মেলাই নিরাপদ খাদ্য নিশ্চিত চাই’ প্রতিপাদ্যে খাগড়াছড়িতে পালিত হলো জাতীয় খাদ্য নিরাপত্তা দিবস ২০২০।

রোববার (২ ফেব্রুয়ারি) এ উপলক্ষে জেলা প্রশাসনের উদ্যোগে বিশেষ শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সকালে জেলা প্রশাসনের উদ্যোগে টাউন হল প্রাঙ্গণ থেকে এক শোভাযাত্রা বের করা হয়।

শোভাযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে শেষ হয়।  

পরে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে দিবসটি উপলক্ষে বিশেষ এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

জেলা প্রশাসক প্রতাপ চন্দ্র বিশ্বাস সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন জেলা খাদ্য নিয়ন্ত্রক কানিজ জাহান বিন্দু, সুর্দশন দত্ত প্রমুখ।

এসময় অতিরিক্ত ম্যাজিস্ট্রেট খোন্দকার মোহাম্মদ রিজাউল করিম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. রওনক আলম, সিভিল সার্জন ডা. বিপাশা খীসা, জেলা কৃষি সম্প্রাসারণ অধিদপ্তরে উপ- পরিচালক মো. মর্ত্তুজা আলী, সদর উপজেলা খাদ্য নিয়ন্ত্রক রুপম চাকমা, খাগড়াছড়ি সদর উপজেলার ভারপ্রাপ্ত কৃষি কর্মকর্তা মো. রাকিবুল হাসান, অ্যাডভোকেট জসিম উদ্দিনসহ ব্যবসায়ী ও সরকারি-বেসরকারি কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় জেলা প্রশাসক প্রতাপ চন্দ্র বিশ্বাস বলেন, বতর্মান খাদ্য বাজারে বিভিন্ন ধরণের ভেজাল রয়েছে। শুধু ম্যাজিস্ট্রেটের আইন প্রয়োগেই এটি নিয়ন্ত্রণ করা যাবেনা। আমি, আপনি সচেতনই হলেই নিরাপদ খাদ্যের পরিস্থিতি তৈরি হবে।

বাংলাদেশ সময়: ২০৩১ ঘন্টা, ০২ ফেব্রুয়ারি, ২০২০
এডি/এবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।