ঢাকা, মঙ্গলবার, ৩১ আষাঢ় ১৪৩২, ১৫ জুলাই ২০২৫, ১৯ মহররম ১৪৪৭

জাতীয়

বিরামপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ৩

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮:১৯, জানুয়ারি ২৯, ২০২০
বিরামপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ৩

দিনাজপুর: দিনাজপুরের বিরামপুর উপজেলার জোলাগাড়ী এলাকায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেলের তিন আরোহী নিহত হয়েছেন।

মঙ্গলবার (২৮ জানুয়ারি) রাত পৌনে ১১টার দিকে বিরামপুর-নবাবগঞ্জ সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- জেলার নবাবগঞ্জ উপজেলা স্বপ্নপুরী গ্রামের সেগুনবাগান এলাকার সাইদুর রহমানের ছেলে সুজন (৩৭) সেতাবুল ইসলামের ছেলে ওসমান গণি (৩০) ও ওই গ্রামের বিপ্লব হোসেন (৩০)।

বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান মনির বাংলানিউজকে জানান, মঙ্গলবার রাত পৌনে ১১টার দিকে বিরামপুর থেকে মোটরসাইকেলে করে নবাবগঞ্জের দিকে যাচ্ছিলেন ওই তিন যুবক। এসময় জোলাগাড়ী এলাকায় একটি ভেপু মেশিনের (ট্রেজার) সঙ্গে তাদের মোটরসাইকেলটির সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুই যুবক নিহত হন। স্থানীয়রা আহতাবস্থায় এক যুবককে উদ্ধার করে বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসাধীন অবস্থায় তারও মৃত্যু হয়।

খবর পেয়ে নিহত তিন যুবকের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য দিনাজপুর এম আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ব্যাপারে বিরামপুর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

বাংলাদেশ সময়: ০৩১৫ ঘণ্টা, জানুয়ারি ২৯, ২০২০
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।