ঢাকা, মঙ্গলবার, ৩১ আষাঢ় ১৪৩২, ১৫ জুলাই ২০২৫, ১৯ মহররম ১৪৪৭

জাতীয়

কলাপাড়ায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২:৪৬, জানুয়ারি ২৭, ২০২০
কলাপাড়ায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

পটুয়াখালী: পটুয়াখালীর কলাপাড়া উপজেলায় সড়ক দুর্ঘটনায় মো. জুয়েল রানা (৩০) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন মাহবুবুল আলম সবুজ নামে অপর এক আরোহী।

রোববার (২৬ জানুয়ারি) সন্ধ্যা সোয়া ৭টার দিকে মোহাম্মদপুর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত জুয়েল রানা কলাপাড়া পৌর শহরের রহমতপুর এলাকার সোহরাব হোসেনের ছেলে।

 

প্রত্যক্ষদর্শীরা জানায়, জুয়েল রানা ও সবুজ মোটরসাইকেলে করে কুয়াকাটা থেকে ফিরছিলেন। মোহাম্মদপুর নামক স্থানে পৌঁছার পর চালক নিয়ন্ত্রণ হারালে মোটরসাইকেলটি সড়কের পাশের বৈদ্যুতিক খুঁটির সঙ্গে সজোরে ধাক্কা খায়। এতে তারা দুজনে ছিটকে পড়ে গুরুতর আহত হন। এ অবস্থায় স্থানীয়রা আহতদের উদ্ধার করে কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে দায়িত্বরত চিকিৎসক জুয়েলকে মৃত ঘোষণা করেন।

সবুজকে আশঙ্কাজনক অবস্থায় বরিশাল শেরে বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

বাংলাদেশ সময়: ২১৪৫ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০২০
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।