ঢাকা, রবিবার, ২৯ আষাঢ় ১৪৩২, ১৩ জুলাই ২০২৫, ১৭ মহররম ১৪৪৭

জাতীয়

খাগড়াছড়িতে মাটি চাপায় নিহত ১

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮:৪৪, জানুয়ারি ২৫, ২০২০
খাগড়াছড়িতে মাটি চাপায় নিহত ১

খাগড়াছড়ি: খাগড়াছড়ির রামগড়ে মাটি চাপায় খগেন্দ্র ত্রিপুরা (৩২) নামে এক শ্রমিকরে মৃত্যু হয়েছে। এই ঘটনায় আরও এক শ্রমিক আহত হয়েছেন।

শুক্রবার (২৪ জানুয়ারি) দুপুরে উপজেলার খাগড়াবিল এলাকায় এই ঘটনা ঘটে। নিহত খগেন্দ্র মাটিরাঙ্গা উপজেলার টেকপাড়া এলাকার খেত কুমারের ছেলে।

জানা যায়, শুক্রবার দুপুরে রামগড়ের টেকপাড়া এলাকায় স্থানীয় একটি বিদ্যালয়ের পাশে একটি পাহাড় কাটার সময় মাটি ধসে পড়ে। এতে দুই শ্রমিক আটকা পড়ে। একজনকে তাৎক্ষনিক উদ্ধার করে হাসপাতালে পাঠানো গেলেও অপরজনকে প্রায় তিন ঘণ্টা পর ফায়ার সার্ভিস এসে উদ্ধার করে।

রামগড় থানার ওসি মো. শামছুজ্জাম জানান, লাশ ময়নাতদন্তের জন্য খাগড়াছড়ি সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এই ঘটনায় থানায় অপমৃত্যুর মামলার প্রক্রিয়া চলছে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ০৩৪৫ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০২০
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।